মলয় দে নদীয়া:- হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছরের ২৯ শে আগস্ট পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস। এ বছর তাঁর ১১৭ তম জন্ম দিবস।এই দিনেই রাষ্ট্রপতি অর্জুন ও রাজীব খেলরত্ন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার তুলে দেন ক্রীড়াজগতে দেশের কৃতিদের হাতে। সারা দেশজুড়ে এই দিবস মহাসরমালহে পালিত করে থাকেন বিভিন্ন ক্রীড়া সংস্থা অ্যাথলেটিক ক্লাব এবং ক্রীড়াপ্রেমীরা। নদীয়ার শান্তিপুরে গত দুই হাজার কুড়ি সালের স্থাপিত লেট্স রান ক্লাব এই বিশেষ দিন উপলক্ষে আয়োজিত করে থাকেন ম্যারাথন দৌড়ের। আজ পৌর স্টেডিয়ামের সামনে থেকে, সুদীর্ঘ ছ কিলোমিটার পথে জেলা এবং অন্যান্য জেলা থেকে আগত 85 জন অংশগ্রহণ করেন। গঠনের পক্ষ থেকে রাজু দত্ত বলেন,মোহাম্মদ রুজমান তৃতীয় স্থানহুগলি বলাগড়,দ্বিতীয় স্থান সঞ্জিত বাগ ব্যারাকপুর,প্রথম স্থান ঋষিকেশ চক্রবর্তী কাঁচরাপাড়া । এভাবেই 86 জন অংশগ্রহণকারীর মধ্য থেকে 10 জনকে নগদ অর্থ ট্রফি এবং জার্সি দিয়ে পুরস্কৃত করা হয়। কোচ পরিমল মিত্র জানান, আগামী দিনে মহিলাদের অংশগ্রহণ করানোর বিষয়টি মাথায় রাখা হচ্ছে, তবে আজকের এই ম্যারা উপস্থিত ছিলেন কাঁচরাপাড়ার ৫৮ বছর বয়সী রাজা সিনহা, যিনি ৪২ বছরে দৌড় শুরু করেও প্রতিটি ম্যারাথনে অংশগ্রহণ করেন এখনো। যা তার পেষার উপর কখনোই প্রভাব ফেলতে দেন না।
আজকের এই ম্যারাথন থেকে ঘোষিত হয়, অপর একটি ক্রীড়া সংস্থার পক্ষে আগামী 18ই সেপ্টেম্বর শান্তিপুর কলেজ মাঠ থেকে আরো একটি ম্যারাথন দৌড়ের ঘোষণা ।