নদীয়ার নবদ্বীপে ছেলের হাতে খুন বাবা!

Social

মলয় দে নদীয়া:- ছেলের হাতে খুন বাবা , স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন মা । নদীয়ার নবদ্বীপ এর চন্দ্র কলোনি এলাকার ঘটনা ।

জানা যায় মৃত্যের নাম ইন্দ্র দেবনাথ বয়স ৩৮ ।আজ ভোরে সৎ ছেলে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ।অভিযোগ মা সীমা হালদার ছেলেকে আটকাতে গেলে তাকেও বাঁ হাতে ধারালো অস্ত্রের কোপ মারে ছেলে। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্য বলে ঘোষনা করে চিকিৎসক । এই ঘটনার পর অভিযুক্ত ছেলে বাপন হালদারকে আটক করেছে পুলিশ ।

Leave a Reply