মলয় দে, নদীয়া :- গতকাল সন্ধ্যায় নদীয়ার শান্তিপুর নতুন হাট এলাকার পুলিশ ফাঁড়িতে সূত্রাগড় অঞ্চলের সমস্ত জগদ্ধাত্রী পুজো কমিটিকে নিয়ে আলোচনায় বসলেন প্রশাসন।
উপস্থিত ছিলেন এসডিপিও প্রবীর মন্ডল, সি আই জয়ন্ত লোধ চৌধুরী, ওসি সুমন দাস সহ ফায়ার ব্রিগেড এবং বৈদ্যুতিক বিভাগের প্রতিনিধি, স্থানীয় প্রাক্তন কাউন্সিলর বিভাষ ঘোষ এবং গোবিন্দ ঘোষ সহ বেশকিছু প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
যদিও এ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরসভার ভূমিকা ব্যক্ত করার জন্য কোন প্রতিনিধিকে দেখা গেল না, উপস্থিত ছিলেন না বিধায়কও। তবে সূত্রের খবর অনুযায়ী জানা যায় প্রাথমিকভাবে আলোচনার পর্যায় সমাপ্ত করে শান্তিপুর থানায় চূড়ান্ত মিটিং এর দিন আমন্ত্রিত করা হবে তাদের। ওসি সুমন দাস সরকারি বিধি নিষেধের কথা ব্যক্ত করেন। দুর্গাপুজো কালীপুজোয় কিছু বারোয়ারির স্বেচ্ছাচারিতার জন্য দুঃখ প্রকাশ করেন। ভিড় এড়াতে পুজো কমিটি গুলি অনুরোধ করেন সূত্রাগড় অঞ্চলটি খুব ছোট হওয়ায় পুরো প্রসেশন রোড ব্যবহার করার পরামর্শ দিলে, এসডিপিও প্রবীর মন্ডল তা মেনে নেন শর্তসাপেক্ষে, তিনি বলেন বিসর্জনের জন্য প্রয়োজন ভিত্তিক ন্যূনতম কিছু মানুষ বিসর্জন ঘাটে যেতে পারেন, তবে অবশ্যই আলোকসজ্জা, ট্যাবলো ,বাজনা, শব্দযন্ত্র বিহীন ভাবে।
সি আই জয়ন্ত লোধ চৌধুরী সকলের কাছে অনুরোধ করেন প্রশাসনিক সিদ্ধান্ত ভঙ্গ করে প্রশাসনকে কঠোর ভূমিকায় না দেখার জন্য।
গতকালকের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় অধিকাংশ পুজো উদ্যোক্তারা। তারাও জানান প্রশাসনিক সিদ্ধান্ত কে মান্যতা দিয়েই বহু আড়ম্বরতা এ বছরের জন্য বাতিল করছেন সাধারণ মানুষের স্বাস্থ্যবিষয়ক স্বার্থের কথা ভেবে।