গঙ্গাসাগরে অনুষ্ঠিত হচ্ছে কিশোর বাহিনীর সেবা শিবির

Social

নিউজ সোশ্যাল বার্তা: কবি সুকান্তের প্রাণের সংগঠন কিশোর বাহিনীর রাজ্য সেবা শিবির অনুষ্ঠিত হচ্ছে গঙ্গাসাগরে। গত ১০ জানুয়ারী থেকে রাজ্যের বিভিন্ন জেলার ১১০ জন সংগঠক গঙ্গাসাগরে এই সাত দিনের সেবা শিবিরে অংশ নিয়েছে।

পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শিবিরের সূচনা করেন সংগঠনের মুখ্য সংগঠক পীযূষ ধর। এছাড়া সহঃ মুখ্য সংগঠক দীপক রায়, রাজ্য সদস্য বিপ্লব দলুই, পুজা সরকার, ফরিদা ইয়াসমিন, সুজিত সরকার, নারায়ণ দেবনাথ, সীমা মন্ডল উপস্থিত আছেন নাচ, গান, নাটক, বিভিন্ন গেমস, লাঠিখেলা, ড্রিল, প্যারেড, রিডিং ক্রিকেট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেবার জন্য।

সাগরের সৈকত জুড়ে পথ পরিক্রমা, সাগরমেলা অফিসে রক্তদান শিবির, সাংগঠনিক মত বিনিময়, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সংগঠকেরা।
হোগলা পাতার ঘরে, খড়ের বিছানায় রাত্রিবাস, ২৪ ঘন্টা পালা করে প্রশাসন নির্ধারিত ডিউটি, মেলায় আসা লাখো মানুষকে সাহায্য করা, পথ হারানো মানুষকে আপনজনের কাছে এবং অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া, পরিবেশ পরিস্কার রাখা, অগ্নি নির্বাপনের মতো কাজ নিয়েই ব্যস্ত কিশোর বাহিনীর সংগঠকেরা।
দীর্ঘ ৩১ বছর ধরে গঙ্গাসাগর মেলায় এই সেবা শিবির করছে কিশোর বাহিনী।

সমুদ্রপাড়ে নিজেদের অর্থে, নিজেরাই রান্না করে আহারের ব্যবস্থা করে এক মনোজ্ঞ শিবির প্রতি বছর পরিচালনা করে কিশোর বাহিনী। এবারেও এমনই। চলবে এভাবেই প্রতিবছর।

Leave a Reply