টিভিএস এর নতুন শোরুমে ১২৫ সি সির নতুন বাইক এর আনুষ্ঠানিক উদ্বোধন

Social

দেবু সিংহ,মালদা: সোমবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় কেক কেটে টিভিএস এর নতুন শোরুমে ১২৫ সি সির নতুন বাইক এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলো।
নতুন বাইক এর উদ্বোধন অনুষ্ঠানে উন্মাদনা দেখা যায় গ্রাহকদের মধ্যে।

এদিন সন্ধ্যায় অত্যাধুনিক ফিচারসহ নতুন বাইক কিনতে ভিড় জমিয়েছিলেন গ্রাহকরা। বর্তমানে এই বাইক সবচাইতে আধুনিক বলে জানিয়েছেন ডিরেক্টর রা। উদ্বোধনের পরই চারটি মোটর বাইক বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোটরবাইক শোরুমের ডিরেক্টর রঞ্জিত মুসাদ্দি ও গোপাল মুসদ্দি সহ অন্যান্যরা।

উদ্বোধনের পর গ্রাহকদের হাতে মোটর বাইকের চাবি এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।

Leave a Reply