জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে পিটিয়ে মারার চেষ্টা অভিযোগ উঠলো ভাইয়ের বিরুদ্ধে

Social

দেবু সিংহ,মালদা: জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে পিটিয়ে মারার চেষ্টা অভিযোগ উঠলো ভাইয়ের বিরুদ্ধে। চোখের সামনে ভাসুরকে আক্রান্ত হতে দেখে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন গৃহবধূও। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার রামনাথপুর এলাকায়। এই ঘটনার পর আক্রান্ত দম্পতির চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । পুরো বিষয়টি নিয়ে মোথাবাড়ি থানায় অভিযুক্ত লালচাঁদ মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম রতন মন্ডল (৫০) ও তার ভাইবৌয়ের নাম বিউটি মন্ডল  (৩৫)। মন্ডল পরিবারের পৈত্রিক সম্পত্তি ১১ বিঘার একটি জমির দখলদারিকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত।

আক্রান্ত রতন মন্ডল পুলিশকে অভিযোগে জানিয়েছেন, পৈত্রিক সম্পত্তি ওই ১১ বিঘা জমিটি নিজের নামে করে নেয় তার ভাই লালচাঁদ মন্ডল। তারই প্রতিবাদ করেছিলেন বড় দাদা রতন মন্ডল। প্রতিবাদ করাই ইঁট দিয়ে দাদাকে মারধর করা হয় বলে অভিযোগ। দাদাকে মারছে দেখে ছুটে আসেন ভাইয়ের বৌ বিউটি মন্ডল। তাকেও মারধর করা হয়। পরিবারের অন্যান্য সদস্যরা তড়িঘড়ি তাদের দুইজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর অভিযুক্ত লালচাঁদ মন্ডল পলাতক । তার খোঁজ চালানো হচ্ছে।

Leave a Reply