সাইবার প্রতারণার শিকার! অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর চালু জেলা পুলিশের

Social

সাইবার অপরাধের (Cyber Crime) ঘটনা ক্রমশ বাড়ছে। সাইবার ​ক্রাইমের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকেই। এবার সাইবার অপরাধের অভিযোগের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য টোল ফ্রি নম্বরের উপরই জোর দিল পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা পুলিশ। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে জানান, সাইবার প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারলেই টোল ফ্রি ১৯৩০ নম্বরে ফোন করে জানান।

তিনি আরও বলেন, জেলায় সাইবার প্রতারণার ঘটনা বেড়ে চলেছে। ফোন করে নানাভাবে টাকা চেয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে। সাধারণ মানুষও বুঝতে না পেরে প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। তাই সাধারণ মানুষকে দ্রুত তদন্ত দেওয়ার জন্য জেলায় একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরটি হল ১৯৩০। এই নম্বরে ফোন করে জানালেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply