সোশ্যাল বার্তা: আজ ৫ই জুন “বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষ্যে অশোকনগর আই. পি. সি. এ এর পক্ষ থেকে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান,৫ টি ক্লাব সংগঠন,১ টি গ্রন্থাগার ও বেশ কিছু সাধারণ মানুষকে প্রায় ২০০ টির ওপর বিনামূল্যে শিশু,গামার,বকুল,মেহুগুনী, কৃষ্ণচূড়া, সুপারী,শিউলি,দেবদারু,সেগুন,লেবু,পেয়ারা,অশ্বত্থ, নিম ইত্যাদি চারাগাছ বিতরণ করা হয়।
পরিবেশকে দূষণমুক্ত করার আহ্বান জানিয়ে আলোচনা করেন ডাক্তার সুজন সেন,শিক্ষক সমীর রঞ্জন দত্ত,অর্ণব মিত্র, স্বপন চৌধুরী,অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী মনোজ ঘোষ মহাশয়।
বক্তাদের আলোচনায় উঠে আসে পরিবেশ সংরক্ষণের কথা, তারা বলেন শুধু গাছ লাগালেই হবে না ,গাছের যত্ন নিতে হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট করে উন্নয়ন করা যাবে না। গাছ লাগিয়ে আমরা নিজেরাই নিজেদের অক্সিজেন মজুত করতে পারি, নিজেদের অসুস্থতা দূর করতে পারি।
এছাড়াও অনলাইন বক্তৃতা প্রতিযোগিতায় ২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলো। প্রথম,দ্বিতীয় ও তৃতীয় সহ সমস্ত অংশগ্রহণকারী প্রতিযোগীকে পুরস্কার ও বিনামূল্যে চারাগাছ প্রদান করা হয়।
সমস্ত কোভিড বিধি মেনে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।