সোশ্যাল বার্তা : স্বাধীনতার ৭৫ তম পুর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করল নদীয়া জেলার ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর (NCC) ছাত্ররা। সকালবেলায় বিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রভাতফেরির আয়োজন করা হয় তাতেও অংশগ্রহণ করে ছাত্ররা। প্রভাতফেরি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয় থেকে শুরু হয়ে ধুবুলিয়া রেলবাজার, নিমতলা হয়ে বিদ্যালয়ে সমাপ্ত হয়।
পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান। জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ।
জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর এএনও(ANO) ঘাসিরাম সিং মুড়া জানান “স্বাধীনতার পঁচাত্তর তম বর্ষে ১৪ তম বেঙ্গল বিএন এনসিসির সহযোগীতায় জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। হর ঘরঘর ত্রিরঙ্গা(HAR GHAR TIRANGA) কর্মসূচিতে অংশগ্রহণ করে ক্যাডেটরা।
বিদ্যালয়ের এই কর্মসূচীতে খুশি স্থানীয় বাসিন্দারাও।