প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূলতার মধ্যেই বিশেষভাবে সক্ষমদের নিয়েই জাতীয় পতাকা উত্তোলন মধ্যাহ্নভোজে মাতলেন ভারত মাতা এবং নাইনস্টার

Social

মলয় দে নদীয়া :- সকাল থেকেই প্রাকৃতিক বিপর্যয়ে স্বাধীনতার স্বাদ বিষাদে পরিণত হয়েছিলো। কিন্তু স্বাধীনতা দিবস বলে কথা, দেশের প্রতি শ্রদ্ধা জানাতে কোন বাধাই বাধা নয়। তাই গ্রাম শহর থেকে শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেও শান্তিপুর ভারত মাতা ক্লাবের সদস্যদের ডাকে কাক ভেজা হয়ে উপস্থিত হয়েছিলেন বেশ কিছু বিশেষভাবে সক্ষম মানুষ। তাদের হাত ধরেই আজ উত্তোলিত হলো জাতীয় পতাকা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় প্রতি বছরই সমাজে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে স্বাধীনতার মহোৎসব পালন করে থাকেন তারা। এবছরে বিশেষভাবে সক্ষমদের সাথে সারাদিনব্যাপী বিভিন্ন আলোচনা মধ্যে দিয়ে আগামী দিনে তাদেরই উপযোগী বেশ কয়েকটি কর্মসূচি গৃহীত হয়েছে। দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা হয় এক হাঁড়িতেই।

অন্যদিকে শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের তিলি পাড়া নাইন স্টার ক্লাবের পক্ষ থেকে, প্রতিবছরের মতন এ বছরেও ২ শতাধিক প্রান্তিক পরিবারকে জাতীয় পতাকা তলে হাজির করেছিলেন তারা। যার মধ্যে ৫০ জনের কাছাকাছি বিশেষভাবে সক্ষম মানুষও ছিলেন। সংগঠনের সদস্যরা বলেন, যে বরেণ্য মহামানবদের জন্য আজ আমাদের স্বাধীনতা, তাদের স্মৃতির উদ্দেশ্যেই সামাজিক দায়িত্ব পূরণ। সারা বছর নিজেকে এবং পরিবার নিয়ে ব্যস্ত থাকলেও , এই একদিন পাড়ার সকলে নিজে হাতে রান্না করে অতিথিদের খেতে দেওয়ার আনন্দই আলাদা।

Leave a Reply