দেবু সিংহ,মালদা: ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি, চুরির পর আগুন আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।বাড়ির মালিক বিশ্বজিৎ ঘোষ। তিনি সেনাতে কাজ করেন। কর্মসূত্রে তিনি বাইরে থাকেন। তার স্ত্রী এবং দুই সন্তান থাকেন ওই বাড়িতে।
শনিবার রাতে ওই এলাকাতেই বাপের বাড়ি গিয়েছিলেন সেনা জওয়ানের স্ত্রী এবং সন্তানরা। এই সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটায়। পরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের তেতুলতলা এলাকায়।
ভোররাতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন দমকলে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সেনা জাওয়ানের স্যালক জানিয়েছেন, প্রায় দেড় লক্ষ টাকা নগদ এবং সোনার অলংকার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। চুরির পর আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যায় আগুনে। সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতির দাবি করেন তিনি।
কোন শত্রুতার বসে এই ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।