পায়ে হেঁটে নদীয়ার বীরনগর থেকে নেতাজি ভবনের উদ্দেশ্যে যাত্রা দুই যুবকের

Social

সোশ্যাল বার্তা : বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে ও পবিত্র রাখী পূর্ণিমার শুভক্ষনে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে, থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়তে ১১ই অগাস্ট সকালে নদীয়ার বীরনগর থেকে নেতাজি ভবনের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংস্থা জাগরন এর দুই সদস্য সাগর বিশ্বাস ও সুমন মহাজন বের হন।বীরনগরের আরাধ্যা উলাইচন্ডী মাতার আশীর্বাদ নিয়ে আগামি ১৫ই আগস্ট কলকাতার এলগীন রোগের নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাসভবন “নেতাজী ভবন” পায়ে হেটে পৌঁছবেন।

প্রথমবারের মতো হলেও উদ্দীপনা প্রচুর।
চলার পথে সকলের ভালোবাসা আশীর্বাদ কামনা করেন তাঁরা।
থ্যালাসেমিয়া নামক ব্যাধি থেকে দেশকে মুক্ত করাই মুল লক্ষ সাথে সমাজের ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে চলার লক্ষ্যে এই পদযাত্রা হচ্ছে বলে জানান সংগঠনের সদস্যরা।

গতকাল শনিবার তারা মধ্যমগ্রামের রাত্রিবাস করেন এবং আজ সকালে আবার যাত্রা শুরু করেছেন তাঁরা ।

Leave a Reply