নদীয়ায় সিঞ্চনের উদ্যোগে ‘নাট্য-প্রশিক্ষণ শিবির

Social

সোশ্যাল বার্তা: নদীয়া জেলার অন্যতম কৃষ্ণনগরের নাট্যদল সিঞ্চনের উদ্যোগে হয়ে গেল দু-সপ্তাহ ব্যপী নাট্যকর্মশালা । সিঞ্চনের মহলাকক্ষ অন্যভূবনে ১০ই থেকে ২২শে মে আয়োজিত এই কর্মশালায় অংশ নেয় নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পঁচিশ জন তরুণ নাট্যকর্মী।

কর্মশালায় – শরীরী ভাষা ও সংলাপ (সুশান্ত কুমার হালদার), সংগীত (জয়া দত্ত), নৃত্য (তিতলি রাহা), রূপসজ্জার নানা রূপ (প্রসেনজিৎ নন্দী), মঞ্চ ও মঞ্চ নির্মাণ (কুন্তল হালদার), মঞ্চালোক (সুজিত বিশ্বাস), বাংলা নাটকের ইতিহাস (গৌর সাহা), ইউরোপীয় থিয়েটারের ইতিহাস (স্বাগত বৈশাখ হালদার), স্তানিস্লাভস্কি, ব্রেখট ও মায়ারহোল্ডের নাট্যতত্ত্ব (সুশান্ত কুমার হালদার), ভাব ও রস (গৌর সাহা) প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নবীন শিল্পীরা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে প্রশিক্ষণ নেয়।

এইসব নবীন শিল্পীদের পরিবেশিত নাটক,নৃত্য, সংগীত, আবৃত্তিতে জমে ওঠে শেষ দিনের সমাপ্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকলের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।

সিঞ্চনের কর্ণধার ও এই কর্মশালার প্রধান তত্বাবধায়ক নাট্যব্যক্তিত্ব শ্রী সুশান্ত কুমার হালদার জানালেন -“সিঞ্চন প্রতিবছর এই ধরনের কর্মশালা আয়োজন করে। নতুন প্রজন্মকে নাট্য শিল্পের প্রতি উৎসাহিত করা এবং দক্ষ নাট্যকর্মী হিসেবে গড়ে তোলাই এর অন্যতম লক্ষ্য।”

Leave a Reply