হর ঘর তিরঙ্গা কর্মসূচি রুপায়নে বর্ডার সিকিউরিটি ফোর্স

Social

মলয় দে নদীয়া :-ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত মহোৎসবের সূচনা লগ্নে ঘোষণা করেছেন “হর ঘর তিরঙ্গা” কর্মসূচির। অর্থাৎ প্রতিটি পরিবারে এবার জাতীয় পতাকা উড়বে ১৩, ১৪ এবং ১৫ ই আগস্ট। বিপুল সংখ্যক জাতীয় পতাকার চাহিদা পূরণের জন্য তিনি , ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে স্বল্পমূল্যে জাতীয় পতাকা বিক্রির ব্যবস্থা করিয়েছেন।

কিন্তু দীর্ঘ করোনা পরিস্থিতিতে বেরোজগার থাকা, বেশ কিছু প্রান্তিক পরিবার হয়তো সে স্বল্পমূল্যর পতাকাও কিনতে পারবেন না। আর তাদের কথাই মাথায় রেখে বর্ডার সিকিউরিটি ফোর্স কৃষ্ণনগর শাখা ঝাঁপিয়ে পড়েছেন প্রধানমন্ত্রীর স্বপ্ন সফল করতে। বর্ডার সংলগ্ন বিভিন্ন এলাকায় ২৪০ কিলো মিটার পথ ৫ ব্যাটেলিয়ান সেনা জওয়ান অফিসার এবং সাব অফিসার মিলে আনুমানিক প্রায় চার -পাঁচ হাজার পরিবারের সাথে কথা বলেন বিগত ৩ দিনে। স্বাধীনতার ৭৫ বছরের পূর্তির শুভেচ্ছা জানিয়ে বিনামূল্যে বিতরণ করেন জাতীয় পতাকা। শুধু বিতরণ নয়, কিভাবে তার সম্মান রক্ষা হয় কিভাবেই বা বেখেয়ালে অপমানিত হতে পারে তা সবিস্তারে আলোচনা করেন পরিবার প্রধানদের সাথে। পরিবারের সকল সদস্যদের মাঝে দেশ বরেণ্য মনীষীদের স্মরণ করার কথা বলেন। তারা মনে করেন এভাবেই জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের অখন্ডতা এবং ঐক্যতা বৃদ্ধি পাবে।

বর্ডার সিকিউরিটি ফোর্সের কৃষ্ণনগর সদর দপ্তর, কৃষ্ণনগর থেকে তিরঙ্গা যাত্রা বের করা হয়
১৩ই আগস্ট তারিখে, বিএসএফের অফিসার ও সৈন্যরা একটি আয়োজন করেছিল।সকাল ৬.৪৫ মিনিট থেকে ৮.০৫ মিনিট পর্যন্ত মোটর সাইকেল ও সাইকেল র‌্যালি চলে।

শ্রী সঞ্জয় কুমার, ডিআইজি সেকোটার হেডকোয়ার্টার, কৃষ্ণনগরের সভাপতিত্বে র‌্যালিটি সংগঠিত হয়েছিল যাতে প্রায় ১২৫ জন আধিকারিক ও সৈন্য অংশগ্রহণ করেন। যেখানে নাগরিকদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করেন শ্রী সঞ্জয় কুমার ডিআইজি।
শ্রী সঞ্জয় কুমার, ডিআইজি বলেছেন যে সারা দেশের প্রতিটি বাড়িতে ত্রিরাং অভিযান চালানো হচ্ছে। যার অধীনে বিএসএফের সেকোটার সদর দফতর, কৃষ্ণনগর এবং সমস্ত কমান্ড ব্যাটালিয়নেও এই অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান যে এই পর্যন্ত বিএসএফ নদীয়া জেলায় সাধারণ মানুষের মধ্যে প্রায় ৪০০০ পতাকা বিতরণ করেছে।

Leave a Reply