বাংলা শস্য বীমা খরিফের দুটো ট্যাবলো ব্লকে ব্লকে ঘুরবে কৃষকদের সচেতন করতে

Social

দেবু সিংহ,মালদা: বাংলা শস্য বীমা খরিফের দুটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করা হল। শুক্রবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে সুসজ্জিত এই দুটি ট্যাবলোর উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত জেলাশাসক নীতিন সিংহানিয়া। জানা গেছে আজ থেকে বাংলা শস্য বীমা খরিফের এই দুটো ট্যাবলো বিভিন্ন ব্লকে ব্লকে ঘুরে কৃষকদের সচেতনতা করবে এবং বাংলা শস্য বীমার মাধ্যমে তারা কি কি সুযোগ সুবিধা পাবেন তা তুলে ধরা হবে। বপন জনিত বিফলতা, অন্তর্বর্তী ক্ষতিপূরণ, মরসুম শেষের ক্ষতিপূরণ সহ কৃষকরা এই বিমার মাধ্যমে কি কি সাহায্য পাবেন তা তুলে ধরা হবে। পশ্চিমবঙ্গ সরকার এবং বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় রূপায়িত হচ্ছে এই বিমা। এই ফসলের আওতায় ফসলের ক্ষতিপূরণ মূল্যায়ন তথ্যের ভিত্তিতে দ্রুততার সাথে প্রাপ্য ক্ষতিপূরণ কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি প্রদান করা হবে।

Leave a Reply