মলয় দে নদীয়া :-৪০০ প্যাকেট দেশলাইকাঠি দিয়ে কালীমাতার মূর্তি তৈরি করলো এক কিশোর। নদীয়ার বহিরগাছি প্রতাপগড়ের বাসিন্দা অঙ্কু বিশ্বাস এই মূর্তি তৈরি করেছে।সময় লেগেছে তার ৬ মাস।পড়াশোনার পাশাপাশি শখের বশেই এই কাজ করেছে।তবে এটা তার পেশাও,অন্তত ধীরে ধীরে সে এটাকে পেশা বানাতে চাইছে।এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে।
মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে। মাটির কাজ শিখেছে গুরুদেবের কাছ থেকে। মাটির মূর্তি তৈরি করতে পারে অঙ্কু বিশ্বাস।চাষী পরিবারের ছেলে অঙ্কু বিশ্বাস দেশলাইকাঠি, আঠা,কাগজের বোর্ড দিয়ে এই প্রতিমা বানিয়েছে।এটা একজন কিনেও নিচ্ছে বলে জানা গেছে।আগামী অর্ডার পেলে আরও এরকম কাজ করবে বলে জানিয়েছে অঙ্কু।মূলত লকডাউনের সময়টাই তাঁর এই নেশার জন্ম দিয়েছে।