অনির্বাণ সেনগুপ্তের কবিতা সংকলন নিয়ে বই প্রকাশিত হল ‘‌অনির্বাণ এবং’‌

Social

দেবু সিংহ, মালদা: অনির্বাণ সেনগুপ্ত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একাধারে শিক্ষক। আবার কবিতা, সাহিত্য, বিজ্ঞান, চিত্রশিল্প, তবলা-‌সবেতেই ছিলেন সমান পারদর্শী। তাঁর লেখা কবিতা সংকলন নিয়ে বই প্রকাশিত হল ‘‌অনির্বাণ এবং’‌। রবিবার শিক্ষক দিবস উপলক্ষ্যে তাঁর সংকলন বই প্রকাশিত হয়।

এদিন সন্ধেয় মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে হাজির ছিলেন তাঁর বন্ধুবান্ধব, সহকর্মী, ছাত্রছাত্রী, প্রবীন-‌নবীন প্রজন্মের কবি, সাহিত্যিকরা। তাঁর পুত্র অভিজ্ঞান সেনগুপ্ত বলেন, ‘‌তাঁর কবিতাগুলির মধ্যে বাছাই করা কবিতা নিয়ে আমরা বই ‘‌অনির্বাণ এবং’‌ সংকলন প্রকাশ করলাম। পরে আরও কবিতা, লেখা নিয়ে আবার কোনও সংকলন বের করা হবে। সহযোগিতায় রয়েছে গৌড় বার্তা পত্রিকা।’‌

Leave a Reply