সোশ্যাল বার্তা : হোটেলের রুমে স্থানীয় যুবকের মৃতদেহ। মৃত্যুর কারণ না জেনে মৃতদেহ নিয়ে যেতে বাধা স্থানীয়দের । পুলিশ মৃতদেহ নিয়ে যেতে চাইলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের । মৃতদেহের কাছ থেকে উদ্ধার একটি আধার কার্ড । নাম সন্তোষ বর্মণ (৪৮ বছর বয়স ) স্থানীয় রাজনগরের বাসিন্দা । পাঁশকুড়া সবুজসাথী গেস্টহাউসের একটি রুম থেকে গতকাল তার মৃতদেহ পাওয়া যায়। এলাকাবাসী জানতে পারে রহস্যমৃত্যু। রহস্যমৃত্যুর কারন কি জানতে মৃতদেহ আটকে রাখে বাসিন্দারা ।
বিষয়টি নিয়ে পুলিসের দ্বারস্থ হয় হোটেল কর্তৃপক্ষ । কীভাবে ওই ব্যক্তি হোটেলের রুমে পৌঁছল, তাঁর সাথে কারা কারা ছিল , হোটেল রেকর্ডে কি তথ্য রয়েছে , খুন করা হয়েছে কিনা —একধিক প্রশ্ন তুলে হোটেলের সামনে বিক্ষোভ স্থানীয়দের । পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয় পুলিশ প্রশাসন ।