আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫ তম আবির্ভাব বর্ষ উপলক্ষে ভারত সেবাশ্রমের নবদ্বীপ শাখার বিশেষ উদ্যোগ

Social

মলয় দে, নদীয়া :-আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫ তম আবির্ভাব বর্ষ উপলক্ষে নানা বিধ কর্মসূচির মধ্য স্বামীজীর জন্ম বর্ষপূর্তি পালিত হচ্ছে নদীয়ার নবদ্বীপ ভারত সেবাশ্রম প্রাঙ্গণে। সাত দিনব্যাপী চলতে থাকা এই অনুষ্ঠান উপলক্ষে রবিবার সকালে ভারত সেবাশ্রম সংঘ আশ্রম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নবদ্বীপ শহরের রাজপথে। এই দিনের শোভাযাত্রাটি নবদ্বীপ পৌরসভা পাঁচমাথা এলাকা সংলগ্ন ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে থেকে শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র পোড়ামা তলায় গিয়ে শেষ হয়। রাষ্ট্রের প্রধান শক্তি যুবশক্তিকে ভবিষ্যতে আরও বেশি করে সুশৃংখল করে তুলতে স্বামী প্রণবানন্দজীর পথনির্দেশনা কে সামনে রেখে নবদ্বীপ ভারত সেবাশ্রম সংঘ মন্দির প্রাঙ্গণে সাত দিনব্যাপী চলতে থাকা এই অনুষ্ঠান পর্বের প্রথম দিন থেকেই কিশোর ও যুবকদেরলাঠি খেলা ক্যারাটে প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের শরীর চর্চা অনুশীলন প্রদর্শনীর পাশাপাশি যুব সমাজকে মানসিক দৃঢ়তা, শারীরিক ও চারিত্রিক গঠনে পারদর্শী করে তুলতে বিভিন্ন ধরনের ক্রীড়া ও কর্মসূচির প্রদর্শনী পর্ব অনুষ্ঠিত হয় আশ্রম প্রাঙ্গণে। আনুষ্ঠানিকভাবে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রণবানন্দ যুব শিবিরের শুভ সূচনা করেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা আরো অনেকে। এছাড়াও সাত দিনব্যাপী চলতে থাকা সমগ্র অনুষ্ঠান পর্বটির অগ্রভাগে থেকে সুষ্ঠু পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে সার্বিক সাফল্যমন্ডিত করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন দিব্যজ্ঞানানন্দ মহারাজ ওরফে নিতাই মহারাজ।

Leave a Reply