ইলিশ ! রেকর্ড পরিমান ইলিশ উঠলো মৎস্যজীবীদের জালে

Social

মদন মাইতি , পূর্ব মেদিনীপুর: সপ্তাহ ধরে পূবালী হাওয়া ঝিরঝিরি বৃষ্টি ইলিশ ধরার অনুকূল আবহাওয়া হতেই বিগত মরশুমের মধ্যে রেকর্ড পরিমান ইলিশ উঠলো মৎস্যজীবীদের জালে। দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশের পাইকারি বাজার দর অনেকটাই কমে এসেছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী থেকে পর্যটকরা।

মৎস্যজীবীরা জানিয়েছেন বেশ কয়েকদিন ধরে পূবালী হাওয়া ও ঝিরঝিরে বৃষ্টির কারণে এখন ভালো ইলিশ পাওয়া যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে ইলিশ একেবারেই ছিল না বলে জানিয়েছেন দীঘা ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস। তিনি বলেন এখন প্রতিনিয়ত ১০ থেকে ২০ টন ইলিশ দীঘা মোহনায় প্রতিনিয়ত আসছে যা কয়েক বছর ধরে দেখা যায়নি। এবং ইলিশের সাইজটি অনেকটাই বড় বলে জানাচ্ছেন শ্যাম সুন্দর বাবু। তিনি বলেন আগে যেরকম ছোট ইলিশ পড়তো, এখন সেখানে ৬০০-৭০০ থেকে দু কিলো পর্যন্ত পাওয়া যাচ্ছে। যার দাম অনেকটাই কম বলে জানাচ্ছেন তিনি। মৎস্যজীবীরা জানান মৎস্যজীবীরা জানান ৫০০ থেকে ৬০০ গ্রাম সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৬০০ কিলোগ্রামে আর এক কিলো থেকে দু কিলো সাইজের ইলিশমাছ পাওয়া যাচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা কিলো দামে। যা অন্যান্য বারের থেকে কম বলে জানাচ্ছেন। মৎস্যজীবী দের কথায় ব্র্যান্ড পিরিয়ডের সময় ইলিশ ধরা কার্যত বন্ধ থাকে, সেইসঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে ইলিশের তেমন দেখা ছিল না তবে ইলিশ অনেক সময় সমুদ্রের গতিপথ পরিবর্তন করে ,তাই হয়তো এবারে অনেকটা বড় পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে।ও পরিমাণেও বেশি।

তবে আবহাওয়া এইরকম অনুকূল থাকলে আরো বেশি পরিমাণ ইলিশ পাওয়া যাবে বলে মনে করছেন মৎস্যজীবীরা ।এদিকে পর্যটক রাও ইলিশ মাছ প্যাকেজিং করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাদের কথায় দিঘাতে এসেছে তাই কিনে নিয়ে যেতে হচ্ছে। তবে কলকাতায় যে দাম তার থেকে অনেকটাই কম বলে জানাচ্ছেন পর্যটকরা। তবে ইলিশ যে আরো বেশি পরিমাণে আসতে চলেছে এমনটাই আশার বাণী শোনাচ্ছেন মৎস্যজীবীরা।

Leave a Reply