শিবের মাথায় জল ঢালতে গিয়ে পথ দূর্ঘটনায় মৃত্যু হল নবদ্বীপের দুই যুবকের

Social

মলয় দে নদীয়া:- পথ দুর্ঘটনায় মৃত্যু হলো নদীয়ার নবদ্বীপের দুই যুবকের।সূত্রের খবর অনুযায়ী জানা যায় মৃতের নাম অসিত ঘোস বয়স ২৮ বছর অপর এক যুবকের নাম সমীর ঘোষ,বয়স৩৩ বছর।তদের দুজনেরই বাড়ি নবদ্বীপ বিধান সভা এলাকার উত্তর ঘোষ পাড়া মহিশুড়া গামপঞ্চায়েত এলাকায়।

পরিবার সুত্রে জানা যায় গতকাল ভোর রাতে এলাকার কয়েকজন বন্ধু মিলে পূর্বস্থলির জামাল পুর মন্দিরে জল ঢালতে যাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের কাছে খবর আসে পারুলিয়া এলাকায় এক লরি তাদের পিষে দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

ঘটনাস্থলে পূর্বস্থলী থানার পুলিশ গিয়ে দেহ দুটিকে উদ্ধার করে কালনা মহুকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।এলাকর দুই তরতাজা যুবকের এই মর্মান্তি মৃত্যু তে শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়।

Leave a Reply