মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক যুবক, নেমেছে ডুবুরি

Social

মলয় দে নদীয়া :গতকাল বিকেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর। নিখোঁজ যুবকের নাম অরবিন্দ বাঘ(২১)।

পারিবারিক সূত্রে জানা যায় গতকাল বিকেলের পরে বাড়ি থেকে একটু দূরে ভাগীরথী নদীতে মাছ ধরতে যায় ওই যুবক, দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হতে থাকে পরিবারের সদস্যরা। এরপরে পরিবারের পক্ষ থেকে ওই গঙ্গার ওপার প্রান্তে মাছ ধরতে যাওয়ার নৌকা ও ওই যুবকের পোশাক মোবাইল চটি পাওয়া গেলেও খোঁজ মেলেনি যুবকের। আজ সকালে পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। প্রশাসনিকভাবে খোঁজাখুঁজি না হলেও স্থানীয় মানুষজন ট্রলার নৌকার মাধ্যমে খোঁজ চালাচ্ছে এখনো। পরে ঘটনার স্থলে শান্তিপুর থানার পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে।

Leave a Reply