মলয় দে নদীয়া :- দু’দিনব্যাপী ডে নাইট ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট এবং তৃতীয় দিনে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে উৎসবের চেহারা হবিবপুরে।হবিবপুর “আমরা সবাই ক্লাবের” পরিচালনায় দুই দিনব্যাপী দিনরাত্রি ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিন । ক্লাব সদস্য রা জানান, টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে প্রত্যেক বছর। তবে এবার সকল এলাকাবাসীর সহযোগিতায় তা পরিণত হয়েছে উৎসবে। নদীয়া জেলা এবং জেলার বাইরে থেকে ১৬ টি দল গ্রহণ করছে এই খেলায়। উইনারস দল পাবে 50000 টাকা প্রথম পুরস্কার হিসেবে, রানার্স দল ৪০ হাজার টাকা। তার সাথে থাকছে সর্বোচ্চ গোলদাতা, শ্রেষ্ঠ গোলরক্ষক, সেরা স্ট্রাইকার,খেলোয়াড়ের পারফরম্যান্স অনুযায়ী নানান পুরস্কার।
