সিকিমে তুষার ধসে মৃত প্রীতমের দেহ এসে পৌঁছলো বাড়িতে। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। মৃত রামনগরের যুবকের বাড়িতে কারামন্ত্রী অখিল গিরি। সিকিমে তুষার ধসে প্রাণ হারিয়েছে রামনগরের দেউলীহাটের যুবক।
গতকাল মৃতদেহ এসে পৌছালো বাড়িতে। প্রীতমের পরিবারে এখন শুধুই শুন্যতা।পরিবারের পাশে এসে দাঁড়ালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি।সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে পরিবারের পাশে থাকার বার্তা দেন।
বাড়ির অন্যতম রোজগেরে সন্তানের মৃত্যু। কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা সহ গোটা পরিবার ।বাবা পূর্ন চন্দ্র মাইতি ও মা জ্যোৎস্না মাইতি পুত্র শোকে পাথর হয়ে গেছেন। রামনগরের তরুণ যুবককে কেড়ে নিল তুষার ধস।মৃতদেহ বাড়িতে আসার পর শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার পূর্ব সিকিমে তুষার ধ্বস হয়। তাতে মৃত্যু ৭ জনের । যার মধ্যে প্রান গেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের যুবকের। পূর্ব সিকিমের ছাঙ্গু লেকের কাছে তুষার ধ্বস নামে। বরফে চাপা পড়েন বহু পর্যটক। শুরু হয় উদ্ধার কাজ। মেলে ৭ জনের মৃতদেহ। তার মধ্যে এ রাজ্যের বাসিন্দা দু’জন। তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের রামনগরের প্রতীম মাইতি।
তার দেহ বাড়িতে এলে শোকের ছায়া নেমে এসেছে রামনগর ১ব্লকের সাগরেশ্বরের বাসিন্দা প্রীতম মাইতির পরিবারে। পরিবার সূত্রের খবর তার বয়স ৩৮। তার একটি ৬ বছরের সন্তান রয়েছে। সূত্রের খবর তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। কোনো এক কোম্পানির কনফারেন্স জন্য সিকিমে গেছিলেন। সিকিমে গিয়ে ঘুরতে বেরিয়ে এমন দুর্ঘটনা ঘটে। অন্যদিকে বুধবার দীঘায় প্রেস ক্লাবে উদ্ধোধনে এসে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।