সোশ্যাল বার্তা : বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করলো প্রোগ্রেসিভ ভেটেরিনারী ডক্টরস অ্যাসোসিয়েশন, নদীয়া জেলা কমিটি। রবিবার মিলনী সভাকক্ষ, কল্যাণীতে একদিনের বিজ্ঞানসম্মত আলোচনাসভার আয়োজন করে প্রোগ্রেসিভ ভেটেরিনারী ডক্টরস অ্যাসোসিয়েশন।
এই আলোচনা সভাতে প্রাণীদের থেকে মানুষের যে সমস্ত অসুখ হয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন প্রধান বক্তা হিসাবে সভা অলংকৃত করেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডাঃ চঞ্চল গুহ মহাশয়। বিশিষ্ট বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ অয়ন ঘোষ, সহকারী অধ্যাপক, কল্যাণী জে এন এম কলেজ অফ মেডিসিন। ডাঃ অয়ন ঘোষ, এক বিশ্ব, এক স্বাস্থ্য এই বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় হীরক মন্ডল, মহকুমা শাসক,কল্যাণী, ডাঃ সিতাংশু মোহন দেব, অধিকর্তা,এন ডি আর আই, কল্যাণী, সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ চয়ন ভট্টাচার্য এবং বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক প্রাণীচিকিৎসক।
আলোচনা সভার পাশাপাশি প্রায় ৫০ টি পথকুকুরের জলাতঙ্ক রোগের টিকাকরন করা হয়।