নদীয়ায় লায়ন্স ক্লাবের মেঘা স্বাস্থ্য মেলা

Social

মলয় দে নদীয়া :-১৮৮৭ সাল থেকে আন্তর্জাতিক এই ক্লাবের বিভিন্ন জনসেবামূলক কাজের নজির সকলেরই জ্ঞাতব্য। শান্তিপুরে ২০০৮ সাল থেকে এই সংগঠনের শাখা শান্তিপুর বন্ধুসভা হলের পাশে প্রথমে ভাড়া পরবর্তীতে নিজস্ব মালিকানা তে সারাবছর নিয়মিত চক্ষু ও দন্ত বিভাগে ন্যুনতম ব্যয়ে দুঃস্থ মানুষদের পরিষেবা দিয়ে থাকে।

আজ জোন লেভেলে মেঘা স্বাস্থ্য মেলায় শান্তিপুর, ফুলিয়া ,কৃষ্ণনগর সম্পর্ক, নবদ্দীপ, রানাঘাট পলাশী, এবং শান্তিপুর ওয়েস্ট এই ছয়টি ইউনিট এর যৌথ উদ্যোগে চক্ষু , দন্ত , হার্ট, এবং জেনারেল ফিজিশিয়ান বিভাগে প্রায় ৩০০ রোগী পরিষেবা পেলেন। প্রত্যেকের জন্য টিফিন এর ব্যবস্থা ছিল দুপুরে।

সংগঠনের শান্তিপুর ইউনিট সভাপতি পলি ব্যানার্জি জানান আগামীতে খুব শীঘ্রই ডায়গনিক সেন্টার আর্সেনিকমুক্ত জলের একটি প্রজেক্ট চালু হতে চলেছে। জেড সি লায়ন উৎপল চক্রবর্তী জানান “আজকের হার্ড এবং জেনারেল বিষয়টি দিশান হসপিটালের গুরুত্বপূর্ণ ডাক্তারবাবুদের সান্নিধ্য পারলাম শান্তিপুরের মানুষকে, এতেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা।”

সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে
জেলা ক্যাবিনেট সদস্য রজত ব্যানার্জি জানান লায়ন্স ক্লাবের সদস্য হতে গেলে অনেক পড়াশোনা, অর্থনৈতিকভাবে সক্ষম হতে হয় না, এটা একটা ভান্ত ধারণা। যেহেতু আন্তর্জাতিক মানের সংগঠন তাই অনেকের মনে হয়।”
আজকের এই মেগা স্বাস্থ্য মেলায়চক্ষু বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সত্যজিৎ কর্মকার, দন্ত বিভাগে ডঃ দেবজিত কুন্ডু এবং লায়ন ডক্টর উৎপল চক্রবর্তী।
সারাবছরে অন্তত ৬ টা অন্নপূর্ণা ভোজনালয় নামে একটি উদ্যোগ নেওয়া হয়, যার দ্বারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত, মানসিক ভারসাম্যহীন এরকম বেশ কিছু মানুষকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Leave a Reply