নদীয়ায় সমগ্র শিক্ষা অভিযান এর উদ্যোগে বিশেষভাবে সক্ষমদের প্রতিবন্ধী শংসাপত্র প্রদান

Social

মলয় দে নদীয়া:-নদীয়া জেল‍া সমগ্র শিক্ষা অভিযান এর উদ্যোগে চক্র সম্পদ কেন্দ্রের সহযোগিতায় আজ সকাল ১০ টা থেকে অবর বিদ্যালয় পরিদর্শকের করণ শান্তিপুর চক্র (বড় গোস্বামী পাড়া) শান্তিপুরে অনুষ্ঠিত হলো বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের শংসাপত্র প্রদান ।

উক্ত অনুষ্ঠানটিতে নতুন চক্রের স্পেশাল এডুকেটর সঙ্গীতা পল্লে জানান “আশিটা প্রাথমিক বিদ্যালয় থেকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। শান্তিপুর চক্রের স্পেশাল এডুকেশন ছবি হালদার, এবং সজল দত্ত জানান “৮১ টি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীরা আজকের প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরে যোগদান করে।

নতুন চক্রের এস আই বিপ্লব বিশ্বাস জানান, “প্রতি সোমবার সমগ্র শিক্ষা অভিযান এর পক্ষ থেকে বিদ্যালয়ে পড়াশোনার সাথে বাড়তি গুরুত্ব দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের সারাবছর শিক্ষা দিয়ে আসছি আমরা।”

শান্তিপুর চক্রের এস আই অরূপ রতন দাস জানান “বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের নিয়ে তেশরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস , ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস, ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সহ বিভিন্ন মনীষীদের জন্মদিনে নাচ গান আবৃত্তি মধ্য দিয়ে পালিত হয়।”

সারাবছর জেলার কৃষ্ণনগর এবং রানাঘাট সরকারি হাসপাতালে শংসাপত্র প্রদান করা হলেও, এ ধরনে্র শনাক্তকরণের শিবিরের মাধ্যমে, বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের ভিড় এড়িয়ে, কম দূরত্বে বাড়ির কাছেই খুব অল্প সময়ে শংসাপত্র পেয়ে খুশি অভিভাবকগণ।
প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য জল বিস্কুট টিফিন এবং অভিভাবকদের জন্য চায়ের ব্যবসায় খুশি সকলে।মানসিক অবস্থা বিভাগের ডাক্তার এসেছিলেন কৃষ্ণনগর সদর হাসপাতাল থেকে, নাক কান গলা এবং চক্ষু বিভাগের ডাক্তার এসেছিলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে। মোট ৯০ জন অংশগ্রহণ করলেও সমস্ত ডাক্তারি পরীক্ষার পর ৭৬ জনকে শংসাপত্র প্রদান করা সম্ভব হয়েছে।

Leave a Reply