দেবু সিংহ,মালদা: খাদ্যে বিষক্রিয়া হয়ে শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার গাজোলে। ডাইরিয়ায় আক্রান্ত হয়েছেন একই পরিবারের ৬জন। সংক্রমিতের তালিকায় রয়েছে ২ বছরের শিশু থেকে ৬২ বছরের বৃদ্ধা। আক্রান্তরা সকলেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মৃত শিশুর ময়নাতদন্ত করা হয়ে মেডিকেল কলেজের মর্গে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গাজোলের শাহাজাতপুর অঞ্চলের গোয়ালনাগরা গ্রামে।
মালদা মেডিকেল কলেজের মর্গে সামনে দাঁড়িয়ে মৃতের পরিবারের সদস্য আব্দুল মোমিন জানান, আমরা বুঝতে পারছিনা কীভাবে খাদ্যে বিষক্রিয়া হলো। অন্যান্যদিনের মতো গত পরশু সাত্তার সাহেব পরিবার সমেত রাতের আহার খেয়ে ঘুমান। পরেরদিন সকাল ৯টা থেকে ডাইরিয়ার প্রকোপ শুরু হয় বাড়িতে। সাহিলের অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে চিকিৎসার জন্য তাঁকে গাজোল ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যে সাহিলের মৃত্যু ঘটে। বাড়ির বাকি ৫ সদস্যর শারীরিক পরিস্থিতির অবনমন ঘটতে থাকলে তাঁদেরও গাজোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা সকলকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সংক্রমিত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আব্দুল সাত্তার (৩৫)বছর আকলিমা বিবি (২৮)বছর,শাহিদান বেওয়া (৬২)বছর, নাহিদ আনসারী (২)বছর, রাহানুর ইসলাম (৭)বছর।