নন্দকুমার : ১৪ই থেকে ২০শে জুলাই অরণ্য সপ্তাহ উদযাপন। সারা রাজ্যের পাশাপাশি অরণ্য সপ্তাহ উদযাপন করা হল ৪১নং জাতীয় সড়কের নন্দকুমারের খঞ্চিতে।
বৃহস্পতিবার কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষ রোপণ এবং চারাগাছ বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে লেবু, পেয়ারা, জামরুল, আকাশমনি, নিম, মেহগনি চারা বিতরণ এবং রোপণ করা হয়। এদিন প্রায় তিন শতাধিক চারা তুলে দেওয়া পথ চলতি মানুষ, ছাত্রছাত্রী ও ট্রাফিক পুলিশদের। সংস্থার পক্ষ থেকে হলদিয়া – মেছাদা জাতীয় সড়কের ডিভাইডারের উপর বিভিন্ন ধরনের ফলের চারা রোপণ করা হয়।
এদিনের অরণ্য সপ্তাহ কর্মসূচি উপস্থিত ছিলেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস, পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের মেন্টর অসিত ব্যানার্জী, নন্দকুমার ব্লক খাদ্য কর্মাধ্যক্ষ অনুপ বেরা, বিশিষ্ট সমাজসেবী নারায়ণ চন্দ্র বাগ, সংস্থার চেয়ারম্যান শৌলজা বাড়ি, সম্পাদক শ্রীকৃষ্ণ মাইতি, মালতী চক্রবর্তী সহ প্রমুখ।