অভিযান চালিয়ে নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করলো পুলিশ প্রশাসন

Social

দেবু সিংহ,চাঁচলঃঅবশেষে প্লাস্টিক রুখতে সক্রিয় হল ব্লক পুলিশ-প্রশাসন।৭৫ মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে বুধবার সকালে চাঁচল বাজারে যৌথভাবে অভিযান চালালো চাঁচল ব্লক-পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন।

বুধবার সকালে হঠাৎই অভিযান চালান চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য । সঙ্গে ছিলেন চাঁচল থানার এস.আই প্রদীপ সরকার।চাঁচল বাজারে খুচরো দোকান ও পাইকারি মুদির দোকানেও অভিযান চালান তিনি।এছাড়া পসরা সাজিয়ে বসা সবজি বিক্রেতা ও মাছ বিক্রেতাদেরও সচেতন করা হয়।
প্রশাসনিক আধিকারিকের নজরে আসে,প্রকাশ্যেই দোকানদাররা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করছেন। কয়েকটি দোকানে অভিযান চালিয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে।
লাগাতার অভিযান চলবে বলে প্রশাসন জানিয়েছে।নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে এবার রেয়াত করা হবেনা।সরাসরি জরিমানা করা হবে বলে সাফ হুঁশিয়ারি ব্লক প্রশাসনের।
উল্লেখ্য,চলতি বছরের জুলাই মাসের পয়লা তারিখে রাজ্য সরকারের তরফে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিক নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।তারপরেও রমরমিয়ে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার করছিল বিক্রেতারা।

Leave a Reply