নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি

Social

দেবু সিংহ,মালদা: নিজের পুরুষাঙ্গ কেটে ফেললো মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়। এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতের নাম সত্য রায় (৪৫)। পরিবারে তাদের তিন ছেলেমেয়ে রয়েছে। আহতের স্ত্রী টুম্পা রায় জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তার স্বামী মানসিক ভারসাম্যহীন রয়েছেন। চিকিৎসাও করানো হয়েছিল। মাঝে কিছুটা সুস্থ ছিল। কিন্তু কয়েকদিন ধরে আবারো মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। এদিন দুপুরে বাড়িতে রাখা একটি হাঁসুয়া নিয়ে ওই ব্যক্তি নিজের পুরুষাঙ্গ কেটে দেয়। তারপরে রক্তাক্ত অবস্থায় চিত্কার করতে থাকে। তখনই পরিবারের লোকেরা ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে ভর্তি করেন।

Leave a Reply