দেবু সিংহ,মালদা: মালদার একটি নার্সিংহোমে আচমকায় স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের কর্তারা অভিযান চালালো। আর সেই নার্সিংহোম থেকেই উদ্ধার হয়েছে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ। যাকে ঘিরে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠতে করতে শুরু করেছে। এই ঘটনায় মালদা শহরের গাবগাছি এলাকায় অবস্থিত ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা।
বুধবার বিকেলে ইংরেজবাজার থানার যদুপুরে ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাবগাছি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি নার্সিংহোমে অভিযান চালায় ডেপুটি সিএমওএইচ -১ ডা: মৌসুমী পাল বন্দ্যোপাধ্যায়, ডিএসপি প্রশান্ত দেবনাথ, জেলা ড্রাগ কন্ট্রোল অফিসের ইন্সপেক্টর আব্দুল অদুদ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। আচমকাই ওই নার্সিংহোমের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। সেখানে স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। এছাড়া অন্যান্য বিষয় সঠিকভাবে স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুসারে চালানো হচ্ছে কিনা তা খুঁজে দেখা হয়। ওই নার্সিংহোমে তদারকি চালানোর সময় স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের কর্তাদের নজরে আছে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়টি।
ওই নার্সিংহোমের মধ্যে রয়েছে একটি ওষুধের ডিসপেন্সারি । যেখান থেকেই রোগীদের জন্য ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। আর সেই নার্সিংহোমের ওই ওষুধের দোকানেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার হওয়ায় রীতিমতো নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসনের কর্তারা।যদিও এবিষয়ে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ কোনরকম মন্তব্য করে নি।