ত্রাণ সমন্বয়”এর মাধ্যমে একটি ছাতার তলায় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন

Social

নিউজ সোশ্যাল বার্তা: করোনা ভাইরাসের প্রকোপে দেশ বিপর্যস্ত, খেটে খাওয়া মানুষ দুবেলা দু’মুঠো অন্নের চিন্তায় কাতর। দেশের এই দুর্দিনে সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংবেদনশীল কিছু মানুষের উদ্যোগে শুরু হয়েছে রাজ্য তথা নদীয়ার বিভিন্ন এলাকায় ত্রাণ বন্টন। কিন্তু এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে কোনো সমন্বয় না থাকার ফলে ত্রাণ বন্টনের ক্ষেত্রে একটা ভারসাম্যহীনতা দেখা যাচ্ছিলো কিছু কিছু অঞ্চলে একাধিক সংস্থা গেলেও বাকি কিছু অঞ্চল ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছিলো।

এই বিষয়কে সামনে রেখে নদীয়া জেলার কৃষ্ণনগরের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডা: যতন রায় চৌধুরীর উদ্যোগে গত ১২ই এপ্রিল ২০২০ “কোভিড-১৯ ত্রাণ সমন্বয়” নামে একটি হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ তৈরি করা হয়েছে ।

এই গ্রুপে প্রথম দিনেই কৃষ্ণনগর ও সন্নিহিত অঞ্চলের প্রায় কুড়িটি স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাব যোগদান করে যারা এই বিপর্যয়ে লক ডাউনের নিয়ম মেনেই মাঠে নেমে দুঃস্থদের মূলত খাদ্যবস্তু দিয়ে সাহায্য করছেন। একটু সুষ্ঠু বন্টন, নিজেদের মধ্যে কাজের ও খবরের আদান-প্রদান, অভিজ্ঞতা বিনিময়, এগুলিই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।

একটি ছাতার নিচে প্রত্যেকটি সংগঠন নিজেদের কাজের স্বাধীনতা বজায় রেখে, সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে ত্রাণ বণ্টনের এমন উদ্যোগ খুবই সময়োপযোগী। দেশের এই বিপদের দিনে দুঃস্থ সহ নাগরিকদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সত্যিই অভিনব। এখনো অনেকদিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে একথা মাথায় রেখেই এই উদ্যোগের সাফল্য আগামীকে একটি নতুন বার্তা দেবে এই নিয়ে কোনো সন্দেহ নেই ।

Leave a Reply