দিঘা: মরশুমের শুরুতে জালে কিছু ইলিশ উঠলেও সময় যতই এগিয়েছে ততই আশাভঙ্গ হয়েছেন মৎসজীবিরা। জালে পর্যাপ্ত ইলিশ না ওঠায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবি থেকে শুরু করে ট্রলার মালিকদের। পর্যাপ্ত বৃষ্টি না হলে গভীর সমুদ্রে ইলিশের ঝাঁক দেখা যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। পুবের বাতাস হলে বেশি ইলিশ হয় কিন্তু তাও বইছে না।
মরশুমের শুরুতে ইলিশ পাওয়ার আশায় বুক বেঁধেছিলেন মৎসজীবিরা। ইলিশ বেসে ধরা পড়লে আগামী কয়েক মাস আর্থিক লাভের মুখ দেখতে পেতেন। কিন্তু প্রাকৃতিক কারন ও সেই সঙ্গে বেড়েছে ট্রলারের খরচ। দাম বেড়েছে ট্রলারের জ্বালানীর ।
ক্যালেন্ডারে ভরা বর্ষার মাস থাকলেও এখন সেভাবে দেখা মেলেনি রুপোলি শষ্যের। যদিও আগামী কয়েক দিনে পরিস্থিতি বদলে ফের সুসময় আসবে বলে মনে করেছেন মৎসজীবিরা।