নিউজ সোশ্যাল বার্তা : গত ৪ঠা জানুয়ারি ২০২০ শনিবার কলকাতা হাজরার সুজাতা সদনে বাতায়ন নামে অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আয়োজক চেতনা প্রসারণ প্রয়াস মঞ্চ, লাফালাফি, এথেনিক ডিজিটাল গ্রুপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সুবোধ সরকার, হাস্য অভিনেতা কৃষ্ণেন্দু চ্যাটার্জী,বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য আকাদেমির চেয়ারম্যান সোমনাথ নাগ কবি দেব প্রসাদ বসু, চিত্র শিল্পী শুভাপ্রসন্ন, মৃৎশিল্পী সুশান্ত পাল সহ অারও অনেকে।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। তারপর শুরু হয় উদ্বোধনী সঙ্গীত। এরপর লোকগীতি নৃত্য, নাটক, কবিতা আবৃত্তি প্রভৃতির মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয়।এই অনুষ্ঠানে প্রকাশ পায় শুভম দত্তের সম্পাদিত উত্তরণ সাহিত্য পত্রিকার ষান্মাসিক মুখপত্র। এছাড়াও প্রকাশ পায় সুতপা পুততূন্ডের মন্থন সাহিত্য পত্রিকার এক বিশেষ সংখ্যা এবং কয়েকজন কবির কাব্যগ্রন্থ ও উপন্যাস।
অনুষ্ঠানে উপস্থিত কবি পিনাকী বসু , কবি অজয় হালদার, রাজু মন্ডল, অসীম সরকার, কৌশিক গাঙ্গুলি, নারায়ণী দত্ত শ্রীমন্ত দে, শান্তি রঞ্জন দে আরো বেশ কিছু কবি-সাহিত্যিকদের দেওয়া হয় কবি সম্মাননা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আয়োজকদের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়।