স্বেচ্ছায় রক্তদান শিবিরে পরিবেশ ভাবনা 

Social

প্রীতম ভট্টাচার্য : পৌষকালি পুজো উপলক্ষ্যে কৃষ্ণনগর ষষ্ঠীতলা, চড়কতলা মাঠের পুজোর  অভিনব উদ্যোগ গ্রহণ করলো । রক্তের চাহিদা মেটাতে পুজোর উদ্যোক্তারা এই রক্তদান উৎসব করেন।

মোট ৩০জন এলাকার মহিলা ,যুবক ও যুবতী এই রক্তদান শিবিরে রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি জনসাধারনের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে প্রত্যেক রক্তদানকারী কে তুলে দেওয়া হয় গাছের চারা। এছাড়াও পথচলতি সাধারণ মানুষের জন্য নরনারায়নসেবার আয়োজন করে উদ্যোক্তা ।

এলাকার মানুষের উৎসাহ ছিলো বেশ চোখে পড়ার মত। পুজো কমিটির সদস্যদের মধ্যে অন্যতম – গনেশপাল, শুভায়ন গাঙ্গুলি, রাজেশপাল ও সৌমিক মজুমদাররা বলেন এলাকার মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে এরকম একটা বার্তা দিতে পেরে আমরা  খুব খুশি। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সবাইকে  রক্তদান করার আহ্বান জানাই ।

Leave a Reply