রমিত সরকার,নদীয়া: কেন্দ্রীয় সরকার ঘোষনা করেছেন আগামীকাল “জনতা কার্ফু”। অাগামী কাল যে রবিবার সঙ্গে কার্ফু মানুষ সেই ছুটিতে মানুষ মাংস খাবেন না তাই হয় নাকি? তাই ভীড় করে আগাম কিনে রাখছেন খাশি বা মুরগির মাংস সঙ্গে মশলা পাতিও। যাতে আগামী কালের ভোজনটা ভালই হয় ।
সারাদিন রাস্তায় খুব একটা লোকের ভীড় চোখে না পড়লেও বিকেলের দিকটার অবস্থার একটু পরিবর্তন ঘটে।
নদীয়ার কৃষ্ণনগরের বেলেডাঙায় আগামী কালের প্রধানমন্ত্রীর অাবেদন মত জনতা কার্ফুর জন্য কাজ বন্ধ থাকায় আজ সন্ধ্যে থেকেই মাংসের দোকানে নামে ক্রেতাদের ঢল । মুদিখানার দোকানেও ভীড় কম নয়।
করনা ভাইরাসের গভীর চিন্তার মধ্যেও মানুষ এই দিনটিকে উৎসবে পরিনত করেছেন। এককথায় বলা যায় শহরবাসির মধ্য এক উৎসবের বাতাবরনের সৃষ্টি হয়েছে ।