মেমারিতে ডঃ বি আর আম্বেদকর এর জন্মজয়ন্তী পালন

Social

অতনু ঘোষ, পূর্ব বর্ধমান:  যুগ যুগ ধরে শোষিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, দলিত,সর্বহারা, মানুষের মুক্তি সূর্য, ভারতীয় সংবিধানের জনক বাবাসাহেব ডাঃ ভিমরাও রামজি আম্বেদকর এর ১৩১ তম জন্মজয়ন্তী দিবস পালিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি ১নম্বর ব্লকের নুদিপুর জোড়াসাঁকো মোড়ে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি সহ অন্যান্য পদাধিকার গুণী ব্যক্তিবর্গ।

মেমারি বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আজ শেষ নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ব্যস্ত। কিন্তু লজ্জার বিষয় কোন রাজনৈতিক দল আজকের এই দিনটি পালন তো করলই না এমনকি মুখ থেকে কোন নেতৃত্তের মুখ থেকে একটি বারের জন্যও ডঃ বি আর আম্বেদকর এর নামটিও উচ্চারিত হলো না।

Leave a Reply