দেবু সিংহ,মালদা : রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে শুরু হয় আন্তজেলা অনূর্ধ্ব ১২ ফুটবল প্রতিযোগিতা।
শুক্র-শনি ও রবি তিনদিন ধরে প্রতিযোগিতার আয়োজন করা হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে।
মোট চারটি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। মালদা জেলায় অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল প্রতিযোগিতা।
মালদা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আই এফ এর সম্পাদক অনির্বাণ দত্ত মালদা জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য দেবব্রত সাহা সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা।
প্রথম দিন সেমিফাইনালে মুখোমুখি হয় সাউথ ২৪ পরগনা ডিএসএ বনাম নদিয়া ডিএসএ। এছাড়াও হুগলি ডিএসএ ও শিলিগুড়ি এমকেপি দল অংশগ্রহণ করে অনূর্ধ্ব ১২ ফুটবল প্রতিযোগিতায়।
মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বাবু বলেন, জেলা অনূর্ধ্ব ১২ ফুটবল প্রতিযোগিতা সেমিফাইনাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলায়। তীব্র দাবদহ থাকলেও সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে মাঠে।