দেবু সিংহ,মালদা; ব্রাউন সুগার সহ ভিন রাজ্যে প্রাচারকারীকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এস টি এফ। এই ঘটনাতে মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৩৪ গ্রাম ব্রাউন সুগার। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।
এস টি এফ সু্ত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সঞ্জয় কাশ্যপ(৫৪)। বাড়ি বিহারের পাটনা। বিপ্লব সিংহ(২৬) বাড়ি পশ্চিম ত্রিপুরা। মহন্মদ মারুফ শেখ(৩০)। বাড়ি কালিয়াচক থানার সারান পাড়া ছোট সুজাপুর। পরশু রাত্রিবেলা সুজাপুরের দিক থেকে একটি মোটর বাইকে চেপে মালদা শহরের দিকে আসছিল। সেই সময় এস টি এফ গোপন সুত্রে খবর পেয়ে ৩৪নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাধাপুকুর ট্রাক স্ট্যান্ড এলাকায় তাদের আটক করে। তাদের তল্লাশী চালাতেই উদ্ধার হয় ৫৩৪ গ্রাম ব্রাউন সুগার। আরও জানা গিয়েছে সঞ্জয় কাশ্যপ ও বিপ্লব সিংহ মণিপুর থেকে ব্রাউন সুগার নিয়ে এসেছিল কালিয়াচকের মারুফ শেখকে সরবারহ করতে। এরপরই তাদের গ্রেফতার করা হয়। যদিও এর সঙ্গে আর কারো যোগাযোগ রয়েছে কি না তা ক্ষতিয়ে দেখছ পুলিশ। ধৃতদের গতকাল মালদহ জেলা আদালতে তোলা হবে।