Kalach Snake ! কালাচ সাপের বাড়বাড়ন্তে দুশ্চিন্তায় শান্তিপুরবাসী

Social

মলয় দে নদীয়া :-আবারও নদীয়ার শান্তিপুর থেকে প্রমাণ সাইজের বিষধর কালাচ সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। চলতি বর্ষার মৌসুমে এই নিয়ে পঞ্চম বারের জন্য উদ্ধার হল প্রমাণ সাইজের কালাচ যার প্রত্যেকটি ছিল বসত ঘরের মধ্যেই।

ঘটনাটি শান্তিপুর নোয়াখালী পাড়া এলাকার। এদিন ওই এলাকার একটি গৃহস্থ বাড়ির উঠোনে একটি প্রমাণ সাইজের বিষধর কালাচ সাপ ঘোরাফেরা করতে দেখে পরিবারের লোকজন, এরপর আতঙ্ক সৃষ্টি হয় পরিবার সহ গোটা এলাকায়। যদিও বাড়ি ছেড়ে আতঙ্কে অন্যত্র আশ্রয় নেয় পরিবারের সদস্যরা। খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী । এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টাই ওই বিষধর প্রমাণ সাইজের কালাচ সাপটিকে উদ্ধার কোরে বস্তাবন্দি করে।

উদ্ধার করার পরে অনুপম সাহা জানান, বিষধর সাপ টিকে বনদপ্তরের হাতে তুলে দেবেন তিনি। যদিও লোকালয় এলাকার গৃহস্থ বাড়ির ভেতর থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার কে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়।

Leave a Reply