ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানবিক মুখ দেখলো আদালত সহযোগিতায় বিধায়ক শংকর সিংহ

Social

নিউজ সোশ্যাল বার্তা : আইন কে পাথেয় করে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া ল ক্লার্কদের কর্মব্যস্ততার ফলে মানবিকতার সুযোগ মেলে না কখনো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আইনি কাজের চাপ অনেকটাই কম, তাই ফুরসত মিলছে তাদের সহযোগিতা করে আসা সারাবছর বিভিন্ন প্রান্তিক মানুষদের বিপদের পাশে দাঁড়ানোর।করনা মোবাবিলায় লক ডাউনের সময় সীমা একমাস অতিক্রান্ত হয়েগেছে।চারিদিকে গরীব মানুষজনদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সমাজকর্মী,প্রশাসন ও সহৃদয় ব্যাক্তিরা।

এবার নদিয়ার রানাঘাট মহকুমা আদালত এর ল’ক্লার্ক আসোসিয়েশন শাখা এগিয়ে এলো দূঃস্থ মানুষদের সাহায্যআর্থে। এদিন রানাঘাট কোর্ট চত্তরে আসা রিক্সা চালক,কাগজ বিক্রেতা সহ আদালতের পার্শ্ববর্তী দোকান ও বি এল আর ও অফিসের বাইরে থাকা বেশকিছু মানুষজনদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন তারা। বেশকিছুদিন ধরেই উদ্যোক্তাদের পক্ষ্য থেকে লাগাতার তারা অসহায় মানুষজনদের চাল, ডাল, সোয়াবিন, ডিম ও অন্যন্য সামগ্রী প্রদান করে চলেছেন।উদোগতাদের পক্ষ্য থেকে অভিজিৎ কুন্ডু জানান বিধায়ক শংকর সিংহ এর একান্ত সহযোগিতায় এইসব কঠিন পরিস্থিতির কবলে পড়া মানুষদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।

Leave a Reply