বিএসএফের হাতে আক্রান্ত হলেন ৪জন সিভিক ভলেন্টিয়ার সহ একজন পঞ্চায়েত সদস্য

Social

দেবু সিংহ ,মালদা: রাতে ডিউটি করে বাড়ি যাওয়ার পথে বিএসএফের হাতে আক্রান্ত হলেন ৪জন সিভিক ভলেন্টিয়ার সহ একজন পঞ্চায়েত সদস্য বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের দাড়িপাড়া বিওপির অন্তর্গত বিজল এলাকায়। চার জন সিভিক ভলেন্টিয়ার সহ ওই পঞ্চায়েত সদস্য বর্তমানে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। জানা গেছে এই বিষয়ে হবিবপুর থানার পুলিশ অভিযুক্ত বিএসএফ কর্মীদের নামে এফআইআর দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা যায় হবিবপুর থানার কেন্দ্রপুখুর এলাকায় দুইজন সিভিক ভলেন্টিয়ার ডিউটি করে রাতে ডালনা তাদের বাড়ি ফিরছিলেন। অভিযোগ বাড়ি যাওয়ার সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দাড়িপাড়া এলাকায় তাদের পথ আটকায় এবং তাদেরকে মারধর করে। পরে এই খবর শুনতে পেয়ে আরো দুজন সিভিক ভলেন্টিয়ার ছুটে এলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয় বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য  সন্তোষ সোরেনকেও মারধর করা হয় বলে বিএসএফ দের বিরুদ্ধে অভিযোগ। এমনকি বিএসএফ জওয়ানরা সকলেই মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ । তড়িঘড়ি অবস্থায় ছুটে যায় হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি। এদিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আনা হয়।

তবে এই বিষয়ে বিএসএফ এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply