সোশ্যাল বার্তা : বর্তমানে করোনা কালে অনলাইনে পড়াশুনা একমাত্র মাধ্যম। পঠন পাঠন বজায় রাখতে চলছে অনলাইন ক্লাস। তবে গ্রাম বাংলায় অধিকাংশ ছাত্র-ছাত্রীর কাছে ট্যাব বা অ্যান্ড্রয়েড মোবাইল না থাকায় সমষ্যা হচ্ছিল। পড়ুয়াদের ঐ সমষ্যার বিষয়টি অনুভব করে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষনা করেছিল রাজ্য সরকার। সম্প্রতি ট্যাব কেনার সেই টাকা পড়ুয়াদের একাউন্টে ঢুকেছে। রাজ্যের প্রতিটি স্কুলের মতো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের পঁচেটগড় হাই স্কুলের পড়ুয়াদের একাউন্টে সেই টাকা ডুকতেই খুশি পড়ুয়ারা। এক ছাত্রী জানায় মোবাইল না থাকায় এতদিন সমষ্যা হচ্ছিল। আমার বাবার সামর্থ্য ছিল না আমাকে ফোন কিনে দেওয়ার কোন রকমে দিনমজুরি করে সংসার চালায়। কিন্তু আমি টাকা পেয়ে একটা ফোন কিনেছি । এখন আমার পড়াশুনার ভালোভাবে চলছে।
এক অভিভাবক জানায় করোনা কালে অনলাইনে স্কুল বন্ধ থাকায় অনলাইনে ক্লাস শুরু হয়েছিল যাদের ফোন ছিল না তাদের খুব সমষ্যা হতো। এখন তারা ফোন কিনতে পেরে সেই সমষ্যা থেকে মুক্ত হয়েছে। পড়ুয়ারা ফোন কিনে এখন ভালোভাবে পড়াশোনা করেছে এতে তিনি খুব খুশি।
তবে কিছু জায়গায় নিজেদের মোবাইল থাকায় ফোন না কিনে বিল জোগাড় করছে বলে খবর পাওয়া যাচ্ছে।