জি বাংলার ‘সারেগামাপা’ শোয়ে প্রথম হলেন অর্কদীপ মিত্র, পিছু ছাড়লো না বিতর্ক

Social

রমিত সরকার: বাংলার অন্যতম জনপ্রিয় গানের রিয়েলিটি শো জি বাংলার ‘সা রে গা মা পা’। সা রে গা মা পা- র এই সিজনে ছিল প্রচুর চমক‌। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলার অনেকেরই ক্রাশ আবীর চ্যাটার্জী। বিচারকের দায়িত্বে ছিলেন বলিউডের বাদশাহ মিকা সিং। বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী আকৃতি কক্কড়, শ্রীকান্ত আচার্য্য এবং জয় সরকার। এছাড়াও সঙ্গীতগুরু হিসেবে ছিলেন মনোময়, রাঘব এবং ইমন। দীর্ঘ ছয় মাসের যাত্রাপথ গতকালকে শেষ হল।

 

প্রতিযোগীতার ফলাফল নিয়ে নেটিজেনদের মধ্যে বিতর্কের সৃষ্টি হলো।
সমস্ত প্রতিযোগীদের হারিয়ে গ্রান্ড ফাইনালে তে জায়গা করে নিয়েছিলেন রক্তিম চৌধুরী, জ্যোতি শর্মা, নীহারিকা নাথ, অর্কদীপ মিশ্র, বিদিপ্তা চক্রবর্তী, অনুষ্কা পাত্র। এরা প্রত্যেকেই নিজেদের অসাধারণ গানের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছিলেন। তবে সেরার সেরা শিরোপা তো পাবে কে? তা দেখার জন্য মুখিয়ে ছিলেন সবাই। গ্রান্ড ফাইনালের প্রথম রাউন্ডে বাদ পড়ে যান জ্যোতি এবং রক্তিম। নীহারিকা, বিদিপ্তা এবং অনুষ্কাকে পিছনে রেখে সেরার সেরা শিরোপা কেড়ে নেন অর্কদীপ। মূলত তিনি ছিলেন একজন লোক সঙ্গীতশিল্পী। অর্কদীপের সঙ্গীতগুরু ছিলেন ইমন।

তবে অর্কদীপের প্রথম হওয়া মেনে নিতে পারেননি নেটিজেনদের একাংশ। মুহুর্তের মধ্যেই স্যোশাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। অনেকেরই প্রশ্ন অর্কদীপকে কেন জয়ী করা হলো? অনেকে আবার পার্সিয়াল্টির অভিযোগ তুলেছেন। নেটিজেনদের একাংশ আবার বলছেন পরের বার থেকে এই শো দেখবেন না।
তবে নেটিজেনদের কটাক্ষ নিয়ে বিচলিত হতে দেখা যায়নি অর্কদীপকে বরং যারা তাকে পছন্দ করে অথবা অপচ্ছন্দ করেন সবার উদ্দেশ্যেই তিনি শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানিয়েছেন। এভাবেই পাশে থাকার জন্য অনুরোধ করেছেন। তিনি এও বলেছেন যে মঞ্চের লড়াই এখানেই শেষ তবে তিনি জীবনের লড়াইয়ে জয়ী হতে চান। তিনি নেটিজেনদের কাছ থেকে এই আশীর্বাদ চেয়ে নিয়েছেন। তবে এতে কি গলবে নেটিজেনদের মন? এখন সেটাই দেখার।

Leave a Reply