অগ্নিপথের (Agnipath Scheme) বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নদীয়ায় বাম ছাত্র-যুব’র বিক্ষোভ পথসভা

Social

মলয় দে নদীয়া :-অগ্নিপথ এখন সর্বাধিক চর্চিত নাম ।সদ্য ঘোষিত এই প্রকল্পে দেশের তিন বাহিনী- সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনায় চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলা হয়েছে।

আন্দোলনকারীরা জানান , সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সী যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবে। মাসে ৩০ থেকে ৪৫ হাজার টাকা চুক্তির ভিত্তিতে চার বছরের জন্য তাদের নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেনাবাহিনীতে শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ২৫ শতাংশকে পাকাপাকিভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। বাকিদের আনুমানিক ১২ লক্ষ টাকা দেওয়া হবে।

অগ্নিপথ’ বিতর্ক নিয়েই আপাতত অগ্নিগর্ভ গোটা দেশ। তিন প্রতিরক্ষা বাহিনীর চাকরিও অস্থায়ী করে দেওয়া হচ্ছে, এই অভিযোগেই কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে যুব প্রজন্ম। বিহার, হরিয়ানার মতো একাধিক রাজ্যে এই কেন্দ্রীয় প্রকল্পকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। কোথাও ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। অগ্নিপথ প্রকল্প নিয়ে এত জলঘোলা হওয়ার কারণেই নিয়োগের বয়সসীমায় সামান্য পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। সর্বাধিক বয়সসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হল। তবে বয়সসীমার এই পরিবর্তন শুধু এই বছরের জন্যই করা হয়েছে। তবে গোটা বিষয়টি নিয়ে, পথে বিরোধীরা। অন্যদিকে বিজেপি, চার বছরের ২৩ লক্ষ টাকা, দেশ রক্ষায় ব্রতী হওয়া এবং বিপুল কর্মসংস্থান বোঝাতে ব্যস্ত।

গতকাল নদীয়ার শান্তিপুরে, এসএফআই ডিওয়াইএফআইয়ের পক।পক্ষ থেকে শান্তিপুর ডাকঘর মোড়ে বিক্ষোভ পথসভার আয়োজন করে। সেখানে ছাত্র-যুব নেতৃত্ব প্রকল্পের কুফল সাধারণ মানুষের মধ্যে জনমত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন বলে জানান ছাত্র যুব নেতারা।

Leave a Reply