মলয় দে, নদীয়া :- নদীয়া জেলার শান্তিপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দালাল পাড়া লেনে শ্যামা পল্লী এলাকায় কমিউনিটি ফেসিলিটি সেন্টারে আজ সকাল ১১ টা নাগাদ উদ্বোধন হলো সরকারি ব্যবস্থায় তাঁতিদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ।
দীর্ঘ লকডাউনের পর আবারো স্বাভাবিক ছন্দে ফিরলো লাইফ লাইন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাট তপশিলি কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সহ অধিকর্তা রাজীব চ্যাটার্জী সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন।
সংস্থার পক্ষ থেকে জানা যায় এর আগেও রাজ্য সরকারের সহযোগিতায় দুটি ৩০ জনের মহিলাদের ট্রেনিং দেওয়া হয়েছিল। তবে লকডাউনের পর এই প্রথম ৪৫ দিনের জন্য আরেকটি প্রশিক্ষণ শিবির শুরু হলো কেন্দ্রীয় সরকারের সহযোগিতায়। তাঁতের সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে, আরো দক্ষতা বৃদ্ধির জন্যই এই আয়োজন।
শুক্রবার থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করা মহিলারা জানান এতে তারা উপকৃত, আগামীতে মহিলারা আরো আগ্রহী হবেন এই পেশার সঙ্গে যুক্ত হওয়ার জন্য।