নিউজ সোশ্যাল বার্তা: বিকেল সাড়ে চারটে। পড়ন্ত সূর্যের আলোয় শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে মানুষের জটলা দেখে পথচলতি এক সাইকেল আরোহীর সকৌতুক জিজ্ঞাসা কোন দলের মিটিং?সাথে সাথেই এক যুবকের সপ্রতিভ উত্তর নদী বাঁচাও দলের, পরিবেশ বাঁচাও দলের। অপ্রস্তুত পথিক নেমে দাঁড়ালেন শোনার আগ্রহে।এ আবার কোন দল?
আজ শনিবার সেভ জলঙ্গি নদী সমাজের আহ্বানে,হরিদ্বার মাতৃসদন আশ্রমের “অবিরল গঙ্গা নির্মল গঙ্গা” এবং “জলঙ্গী নদী বাঁচানোর” দাবিতে ছিল একটি পথসভা।
২৩ বছর বয়সী সাধ্বী পদ্মাবতী গঙ্গা বাঁচানোর দাবিতে যে অনশন সত্যাগ্রহ করছেন আজ তার ২১ তম দিন। এই আশ্রমের আন্দোলনে অংশগ্রহণ করে বিখ্যাত পরিবেশ কর্মী প্রয়াত জি.ডি.আগরওয়াল আত্মত্যাগ করেছেন। সম্প্রতি স্বামী আত্মবোধানন্দ মহারাজের অনশন আন্দোলনে সারাদেশব্যাপী সমর্থনের ঢেউ উঠেছিল। ব্রহ্মচারিণী পদ্মাবতী সেই আন্দোলন পরম্পরার যোগ্য উত্তরসূরী।
আজকের এই পথসভায় অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী,শিক্ষকসহ পরিবেশ সচেতন সাধারণ মানুষ।পথসভার ভিড় ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল জলঙ্গি নদীর পাড়ে বসবাসকারী মৎস্যজীবি সম্প্রদায়ের। সেভ জলঙ্গির পাশাপাশি আরো বেশ কিছু পরিবেশ সংগঠন আজকের পথসভা তে অংশগ্রহণ করেছিলেন।”কৃষ্ণনগর পরিবেশ বন্ধু”, “শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চ”,” নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন”,”নদিয়া পরিবেশ মঞ্চ”,”উড়ান” সহ আরো বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন।
আজকের পথসভা সম্পর্কে সেভ জলঙ্গি (নদী সমাজের) সহ-সভাপতি ডঃ অভিজিৎ ঘোষ জানালেন, ” নদিয়া ও মুর্শিদাবাদ জেলার প্রাণরেখা জলঙ্গি নদী বাঁচাতে সেভ জলঙ্গি লাগাতার কর্মসূচি গ্রহণ করে চলেছে। এর আগে প্রতীকী নদী পরিষ্কার,বৃক্ষরোপণ, স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার প্রসার ইত্যাদি কর্মকাণ্ড করে থাকলেও আজই প্রথম আমাদের পথসভা।পরিবেশ বাঁচানোর উদ্যোগকে আরও বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে, দীর্ঘদিনের দাবি ছিল এই পথসভার।আজকের পথসভার সাফল্য দেখে আমরা শহরের বিভিন্ন স্থানে এমন সভা আয়োজন করতে উৎসাহ পাব।”