প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে মাত্র চার ঘন্টায়

Social

মলয় দে নদীয়া:-বিক্রি নয় ! সদ্য প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ র প্রতি শ্রদ্ধা জানাতেই নদীয়ার শান্তিপুর শ্যামবাজার এলাকার মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস মাত্র চার ঘণ্টার মধ্যে বানিয়ে ফেললেন সম্পূর্ণ মাটির একটি পোর্ট্রেট।

শিল্পী জানাচ্ছেন পোট্রেট তার প্রিয় কাজ কিন্তু বিশ্বকর্মা থেকে দুর্গা পুজো কালীপুজো জগদ্ধাত্রী রাস একের পর এক মূর্তি তৈরির কাজের চাপে কখনো ফুরসত মেলে না আবারও মাঘ ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে, গোপালের মূর্তি নির্মাণ, তবে এখনো যে একেবারে কাজ নেই তা কিন্তু নয় বিভিন্ন কালী প্রতিমা অর্ডার থাকে মাঝেমধ্যেই। তবে সারা বছরের তুলনায় এই সময় কাজ অনেকটাই হালকা। গতকাল রাতে প্রাক্তন প্রধানমন্ত্রী র প্রয়ান হলেও, তিনি জেনেছেন আজ সকালে। আর এরপরেই মনে হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে তার প্রতিকৃতি তৈরি করার উপযুক্ত সময়ে এটা। ১২ ইঞ্চি চওড়া ১৮ ইঞ্চি লম্বা পোর্ট্রেটটি শুধুমাত্র মাটি দিয়ে নির্মিত হয়েছে। তাই ভারিও যথেষ্ট তবে শিল্পী জানাচ্ছেন শুকাতে সময় লাগবে দুই এক দিন কিন্তু রং তিনি করবেন না। তবে বিক্রির প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন, বিক্রি উদ্দেশ্য নয় তবে একান্তই যদি অতি আগ্রহ নিয়ে কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে ভেবে দেখা যেতে পারে । প্রসঙ্গত শিল্পী সৌরাজ বিশ্বাসের মৃত কারখানায় সুউচ্চ এবং থিমের প্রতিমা নির্মিত হয় দুর্গা হোক কিংবা কালী জগদ্ধাত্রী অথবা যেকোনো দেবদেবীর মূর্তি। সুদূর ব্যাঙ্গালোর থেকে আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবছরই নিয়মিত যায় তার হাতের তৈরি প্রতিমা।
শিল্পী জানাচ্ছেন এ ধরনের মূর্তি বানাতে গেলে বেশ কিছু ছবি পর্যবেক্ষণ করতে হয় যা এত স্বল্প সময়ে করা সম্ভব হয়না। তবে সকাল ১১ টায় বসে দুপুর দুটোর মধ্যে মোটামুটি সমাপ্ত হয়েছে বাকি রয়েছে কিছু সূক্ষ্ম কাজ। যা আর এক ঘন্টা প্রয়োজন।
তবে কেমন হয়েছে তা বলবে যারা দেখছেন তারা।

Leave a Reply