মলয় দে নদীয়া :- দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন গ্রাস করেছিলো করোনা। একদিকে যেমন কর্মহীনতা অন্যদিকে জীবনের অনিশ্চয়তা। পরিবার সদস্যদের মুখে দুবেলা দু’মুঠো ভাত যোগাতে হিমশিম খেয়ে ছিলেন প্রান্তিক পরিবারের প্রধানরা। বহু সহৃদয় মানুষ স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সে সময়। প্রত্যাশা পূরণ না হলেও সরকারি বিধিব্যবস্থাও ছিলো যৎসামান্য।
পরিযায়ী শ্রমিকদের দের ঘরে ফিরিয়ে 100 দিনের কাজে অন্তর্ভুক্তকরণ। সর্বসাধারণের জন্য বিনামূল্যে রেশন প্রদান। পরবর্তীতে বীনামূল্যে প্রতিষেধক ভ্যাকসিন প্রদান বেশ কয়েকটি গুরূত্বপূর্ণ পদক্ষেপ নিতে দেখা গিয়েছিলো সরকারপক্ষকে। তার মধ্যে অন্যতম ছিলো মা ক্যান্টিন, সম্পূর্ণ বিনামূল্যে মধ্যকালীন করা হতো এ ধরনের কর্মসূচি থেকে। করোনা পরিস্থিতির স্বাভাবিক হতে, তা বন্ধ হয়ে গিয়ে পৌরসভা পঞ্চায়েত এখনো নিয়মিত এই পরিষেবা চালু রয়েছে, প্রান্তিক পরিবারগুলির কথা ভেবে। শান্তিপুর পৌরসভায়ও এ ব্যবস্থায় প্রতিদিন নিয়মিত উপকৃত হন শতাধিক প্রান্তিক পরিবার। তবে শান্তিপুর ডাকঘর মোড়ে, অতিরিক্ত ভাবে চালু করা মা ক্যান্টিন চালু ছিল বিপদকালীন কিছু সময়ের জন্য। আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী চলছে তারই বর্ষপূর্তি। উপলক্ষে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক কাউন্সিল বোর্ডের সদস্য শুভজিৎ দে সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।এদিন দুই শতাধিক প্রান্তিক পরিবারের হাতে মধ্যাহ্ন কালীন আহার তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান, নাগরিক এবং গুণীজন সংবর্ধনার মত নানান কর্মসূচিতে বর্ষপূরণ অনুষ্ঠানের কথা জানা যায়।